বাংলা

চৌশানের ব্যক্তি-উদ্যোক্তরা সিপিসি’র জাতীয় কংগ্রেসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকায়

CMGPublished: 2022-10-19 11:07:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১৯: ১৮ অক্টোবর ভোরে, ঘূর্ণিঝড় "নাসা" ও ঠান্ডা বাতাসের দ্বৈত প্রভাব তখনও কমেনি৷ চেচিয়াং প্রদেশের চৌশান শহরে চিনথাং ব্যক্তি-উদ্যোক্তা সমিতির সিপিসি পার্টি শাখার সদস্যরা একটি নৌকা নিয়ে তাফেং দ্বীপে এলেন। তাঁরা দ্বীপের বয়স্কদের চুল কেটে দিলেন, বাড়ির যন্ত্রপাতি মেরামত করলেন, রক্তচাপ পরিমাপ করলেন, বয়স্কদের ফটো তোলার মতো পরিষেবা প্রদান করলেন। চীনা কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেস ১৬ অক্টোবর শুরু হয়। চৌশান চিনথাং ব্যক্তি-উদ্যোক্তা সমিতির সিপিসি পার্টির সদস্যরা কংগ্রেসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রমে নিয়োজিত হন। এ নিয়ে ১৩ বার তাঁরা তাফেং দ্বীপের বয়স্কদের সেবা দিলেন।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn