আনহুই প্রদেশে শীতল শিশির সৌরপদের দৃশ্য
অক্টোবর ৯: গতকাল (শনিবার) চীনের আনহুই প্রদেশের থোংলিং শহরের নোংলিন গ্রামে দেখা যায় কিছু লাল পার্সিমন। শীতল শিশির সৌরপদে তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে চীনের সমস্ত অঞ্চল একের পর এক শরতের শেষ দিকে প্রবেশ করে। গ্রামাঞ্চলে তখন ফসলের দৃশ্য দেখা দেয়।
লিলি/এনাম/রুবি