বাংলা

তিব্বতের পাই-মো হাইওয়ের মূল প্রকল্পের কাজ সম্পন্ন

CMGPublished: 2022-10-08 18:38:01
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ৮: পাই-মো হাইওয়ে হল মেডগ জেলার মধ্য দিয়ে বাইরে যাওয়ার দ্বিতীয় ট্রাফিক হাইওয়ে, যা লিনচি শহরের পাই জেলা থেকে মেডগ জেলা পর্যন্ত বিস্তৃত। পাই-মো হাইওয়ের মোট দৈর্ঘ্য ৬৭.২২ কিলোমিটার। পাই-মো হাইওয়ে ভবিষ্যতে যানবাহনের জন্য খুলে দিলে, লিনচি শহর থেকে মেডগ জেলা পর্যন্ত রাস্তা আগের ৩৪৬ কিলোমিটার থেকে ১৮০ কিলোমিটার কমবে এবং ভ্রমণের সময় প্রায় ৪ ঘন্টা কমবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn