শাংহাই সহযোগিতা সংস্থার কৃষি মেলা অনুষ্ঠিত
সেপ্টেম্বর ২৮: সম্প্রতি শাংহাই সহযোগিতা সংস্থার কৃষি মেলা চীনের শ্যানসি প্রদেশের ইয়াং লিনে অনুষ্ঠিত হয়েছে।
রাশিয়ান মধু, ভদকা, আচারযুক্ত শসা, পাকিস্তানি ট্যাপেস্ট্রি, স্ট্রবেরি, পাইন বাদাম, ভারতীয় চিনাবাদাম, কাজাখ রেপসিড তেল, বিস্কুট, ময়দা, কিরগিজস্তানের ড্রাগন ফল, তাজিকিস্তানের শ্যালটস, আঙ্গুর সহ নানা বৈচিত্র্যময় পণ্য তাতে স্থান পায়।
শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর ব্যবসায়ীরা চীনা বন্ধুদের কাছে উচ্চ মানের কৃষি পণ্য তুলে ধরতে আরও বেশি অংশীদার খুঁজে পাওয়ার আশা করছেন।
লিলি/এনাম/রুবি