মিলেনিয়াম গ্র্যান্ড ক্যানেলের পুনর্জন্ম
সেপ্টেম্বর ২৬: চতুর্থ গ্র্যান্ড ক্যানেল কালচারাল ট্যুরিজম এক্সপো সম্প্রতি পূর্ব চীনের সুচৌ শহরে অনুষ্ঠিত হয়েছে।
আড়াই হাজার বছরেরও বেশি পুরনো প্রায় ৩২০০ কিলোমিটারের এ মহাখাল বিশ্বের দীর্ঘতম, বৃহত্তম এবং প্রাচীনতম খাল। জল পরিবহনের যুগে গ্র্যান্ড ক্যানেল অপূরণীয় ভূমিকার মাধ্যমে মানুষের জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি দু’তীরের অর্থনীতির উন্নয়নে নতুন প্রাণশক্তি যুগিয়েছে।
এখন নতুন উন্নয়নের ধারণার নির্দেশনায় গ্র্যান্ড ক্যানেলের সুরক্ষা, উত্তরাধিকার এবং ব্যবহারে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
লিলি/এনাম/রুবি