‘আশাবাদী’ বাইডেন?
সেপ্টেম্বর ২৪: সম্প্রতি কলোম্বিয়া ব্রডকাস্টিং সিস্টেমকে (সিবিএস) দেওয়া এক সাক্ষাতকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তাঁর দেশের মহামারী এবং অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আশাবাদী বলে মনে হয়েছে। কিন্তু তাঁর আশাবাদের কি বাস্তব কোন ভিত্তি রয়েছে? লিলি/এনাম/রুবি