শরতের চারণভূমি
সেপ্টেম্বর ১৮: সেপ্টেম্বরে তিব্বতে বার্ষিক শরতকালীন চারণভূমি স্থানান্তরের সূচনা হয়। লাসা শহরের মোঝুগংকা জেলার তিলাং গ্রামের গ্রাম কমিটির সহায়তায়, মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ভালোভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং পশুপালকদের মৌসুমী চারণভূমির স্থানান্তরও সফলভাবে সম্পন্ন হয়েছে।