লাসায় শরতের প্রথম তুষার
সেপ্টেম্বর ১৭: ভোরবেলা পর্দা খুলে জানালার গ্লাসের ভিতর দিয়ে দূরের পাহাড়ের দিকে তাকাই। তুষার-সাদা পাতলা কুইল্ট দিয়ে যেন নিজের সবুজ শরীর ঢেকে রেখেছে পাহাড়। এই মাসে, গ্রীষ্ম থেকে শরতে, ঋতুর পরিবর্তন দেখছি।
সেপ্টেম্বর ১৭: ভোরবেলা পর্দা খুলে জানালার গ্লাসের ভিতর দিয়ে দূরের পাহাড়ের দিকে তাকাই। তুষার-সাদা পাতলা কুইল্ট দিয়ে যেন নিজের সবুজ শরীর ঢেকে রেখেছে পাহাড়। এই মাসে, গ্রীষ্ম থেকে শরতে, ঋতুর পরিবর্তন দেখছি।