বাংলা

মহাকাশে প্রথম পালিত হবে চীনা মধ্য-শরৎ উৎসব

CMGPublished: 2022-09-09 15:50:43
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৯: চীনের মনুষ্যবাহী মহাকাশযান শিল্পের বিকাশের সাথে সাথে পৃথিবীর ঐতিহ্যবাহী চীনা উৎসব আকাশে পৌঁছেছে।

শেনচৌ-৯ মহাকাশযানের সফল উৎক্ষেপণের পর থেকে চীনা মহাকাশচারীরা প্রথমবারের মতো মহাকাশ থেকে শুভেচ্ছা জানান।

তবে, এবার শেনচৌ-১৪ মহাকাশযানের নভোচারীরা প্রথমবারের মতো মহাকাশে মধ্য-শরৎ উৎসব কাটাবেন। লিলি/এনাম/রুবি

Share this story on

Messenger Pinterest LinkedIn