বাংলা

তিব্বত: জলাভূমির সমৃদ্ধ প্রাণীকূল ও বৃক্ষলতা

CMGPublished: 2022-08-28 19:25:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আগস্ট ২৮: তাংশিয়ং জেলার আরে জলাভূমি উত্তর-পূর্বে অবস্থিত। এর মোট আয়তন ৯৬৬৮ হেক্টর। এখানকার প্রধান বন্যপ্রাণী হলো কালো ঘাড়ের সারস, সোনালি ঈগল, আলপাইন শকুন, লাল হাঁস, বার-হেডেড গিজ, লাল শিয়াল, তিব্বতি শিয়াল, ইত্যাদি।

Share this story on

Messenger Pinterest LinkedIn