বাংলা

ইন সার্চ অফ লস্ট টাইম চলচ্চিত্র

CMGPublished: 2022-08-20 15:33:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অগাস্ট ২০: দ্বাদশ বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের ‘থিয়েনথান পুরস্কারে’ অন্তর্ভুক্ত শিল্পকর্ম ইন সার্চ অফ লস্ট টাইম চলচ্চিত্র সম্প্রতি বেইজিংয়ে দেখানো হয়েছে। এতে দর্শকরা দারুণ মুগ্ধ হয়েছেন। মুভিটি সত্যিকারের ঐতিহাসিক ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। সেই বছর গণপ্রজাতন্ত্রী চীন ভয়াবহ প্রাকৃতিক দুর্ঘটনার শিকার হয় এবং দক্ষিণ চীনের অনেক অনাথ অপুষ্টি সংকটের সম্মুখীন ছিলো। তখন প্রায় তিন হাজারেরও বেশি অনাথ উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার তৃণভূমিতে আনা হয়। সরল ও দয়ালু পশুপালকরা ঘোড়া ও পৈতৃক গয়না বিক্রি করে এই শিশুদের বড় করত। ইনার মঙ্গোলিয়ায় শিশুরা নতুন পরিবেশ ও পরিবারের সঙ্গে খাপ খেতে শুরু করে। তাদের সব অস্বস্তি ও ব্যথা ভালোবাসায় দূর হয়ে যায়। ইন সার্চ অফ লস্ট টাইম মুভিটি ইনার মঙ্গোলিয়ার সিলিকুওল্য উলাকেই তৃণভূমিতে শুটিং করা হয়। সেখানে বিশ্বের বিশ্বের সংরক্ষিত প্রাকৃতিক তৃণভূমি রয়েছে।

লিলি/তৌহিদ/শুয়ে

Share this story on

Messenger Pinterest LinkedIn