বাংলা

"হাইড্রোজেন বেলুন" স্প্রেয়ার ব্যবহার করছেন চীনের চাষীরা

CMGPublished: 2022-08-19 17:37:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আগস্ট ১৯: গত ১৮ই আগস্ট চিয়াংসুর সুছিয়ানে সিহং জেলার সুনইউয়ান টাউনের জাংশি গ্রামের ধানক্ষেতে একটি "হাইড্রোজেন বেলুন" স্প্রেয়ার ব্যবহার করা হয়।

ধানের রোগ ও পোকামাকড় প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য এখন গুরুত্বপূর্ণ সময়। চিয়াংসু প্রদেশের সুনইউয়ান টাউনে কৃষকরা ধানের রোগ ও পোকামাকড় প্রতিরোধ করার জন্য তাদের নিজস্ব "হাইড্রোজেন বেলুন" স্প্রেয়ার তৈরি করেছেন। সাধারণত একটি "হাইড্রোজেন বেলুন" স্প্রেয়ার প্রতিদিন ২০ হেক্টর জমিতে ওষুধ স্প্রে করতে পারে।

Share this story on

Messenger Pinterest LinkedIn