ছিংহাই দুলানহাই মন্দিরের সুন্দর দৃশ্য
আগস্ট ১৬: শরতের বৃষ্টির পরে, কায়দাম বেসিনে অবস্থিত ছিংহাইয়ের দুলানহাই মন্দিরে এমন সুন্দর দৃশ্য দেখা যায়। আগে তৃণভূমির অবক্ষয় ও আশেপাশের জমির মরুকরণের কারণে এখনকার পরিবেশ হুমকির মুখে ছিল। কিন্তু দুলান জেলার পরিবেশ রক্ষাব্যবস্থা পরিস্থিতি বদলে দিয়েছে। দুলান জেলা এখন কাইদাম বেসিনে একটি জাতীয়-স্তরের পরিবেশগত সুরক্ষা এলাকা হয়ে উঠেছে। ছবিতে বৃষ্টির পর হাইসি মন্দিরে ‘ফুলের সাগর’ দেখা যাচ্ছে।