ছিংহাই ল্যাঙ্কাং নদীর উত্সের প্রথম জেলার সুন্দর দৃশ্য
আগস্ট ১৬: চীনের ছিংহাই প্রদেশের ইউশু তিব্বত স্বায়ত্তশাসিত প্রিফেকচারের জাদুও জেলায় আংসাই গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থিত। সানচিয়াংইউয়ান জাতীয় পার্কের ল্যাঙ্কাং নদীর সোর্স পার্কের অন্তর্গত। এটি বন্যপ্রাণীদের অভয়ারণ্য।