তিব্বতের শাননান অঞ্চল: সবুজে সুন্দর দৃশ্য
আগস্ট ৭: সাম্প্রতিক বছরগুলোতে, ইয়ারলুং জাংবো নদীর মাঝখানে বনায়ন, ভূমি সবুজায়ন এবং মরুকরণ নিয়ন্ত্রণে শাননান শহর ক্রমাগত বিনিয়োগ বাড়িয়েছে। ইয়াজিয়াং নদীর আশ্রয়স্থল ক্রমাগত প্রসারিত হয়েছে এবং ইয়ারলুং নদীর উভয় তীরের পরিবেশ হয়েছে উন্নত ও সুন্দর। শানান এক্সপ্রেসওয়েতে গাড়ি চালালে আপনি দূর থেকে এ সুন্দর দৃশ্য দেখতে পাবেন।