বাংলা

তিব্বতে শরতের শস্য সংগ্রহ শুরু

CMGPublished: 2022-07-29 17:54:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৯: জুলাই মাসের শেষে, তিব্বতে শরতের শস্য কাটা শুরু হয়েছে। তিব্বতের ছায়া জেলায় বার্লি পেকেছে এবং কৃষক তা ঘরে তুলতে শুরু করেছে।

গত চার বছরে, ছায়া জেলা ফলন বাড়াতে মোট ২৩০ কোটি ইউয়ান বিনিয়োগ করেছে। পরিকল্পনা অনুযায়ী, আগস্টের মাঝামাঝি সময়ে ৬৬ হাজার জনসংখ্যার ছায়া জেলার ৩ হাজার হেক্টর উঁচু ভূমির বার্লি কাটা শেষ হবে। এ বছর উত্পাদন ১০ হাজার টন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

২০২১ সালের শেষ নাগাদ পর্যন্ত, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের উঁচু ভূমিতে বার্লি চাষ করা হয় প্রায় ১.৪ লাখ হেক্টর জমিতে। এবার উত্পাদন 8 লাখ টন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে, যার মোট মূল্য ৩২০ কোটি ইউয়ানের বেশি।

Share this story on

Messenger Pinterest LinkedIn