বাংলা

তিব্বতের প্রথম ডিজিটাল কালেকশন অনলাইনে উন্মুক্ত

CMGPublished: 2022-07-25 15:46:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৫: লাসা সরকার, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের অর্থনৈতিক ও তথ্য বিভাগ, ও লিউউ নতুন অঞ্চলের পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে তিব্বতের প্রথম ডিজিটাল কালেকশন লাসায় উন্মুক্ত হয়েছে।

তিব্বতের প্রথম ডিজিটাল সাংস্কৃতিক কালেকশন "সোংটসান গাম্পোর ঘোড়ার মাথার পবিত্র সিলভার পট"-এর অরিজিনাল কালেকশন জোখাং মন্দিরে সংরক্ষিত আছে, যা তিব্বতের বিভিন্ন জাতিগোষ্ঠীর আদান-প্রদান ও একীকরণের সাক্ষ্য। উদ্বোধনের দিনে, "সোংটসান গাম্পোর ঘোড়ার মাথা পবিত্র সিলভার পট" প্রতি কপি ১৮ ইউয়ান দামে ১৫ সেকেন্ডের মধ্যে ১০ হাজার কপি বিক্রি হয়ে যায়।

Share this story on

Messenger Pinterest LinkedIn