বাংলা

তিব্বত: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের "ডিজাইন" দিয়ে গ্রামীণ পুনরুজ্জীবনে সহায়তা

CMGPublished: 2022-07-21 17:43:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২১: সম্প্রতি ছিংহুয়া ইউনিভার্সিটি, চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষাথীর সমন্বয়ে গঠিত ‘ছিংহুয়া ইউনিভার্সিটি গ্রামাঞ্চল পুনরুজ্জীবন ওয়ার্কস্টেশন’ তিব্বতের লিনচি শহরের মোথুও জেলায় ১১ দিনের ভ্রমণ শুরু করে। তারা পর্যটনসংশ্লিষ্ট সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্যের নকশা, শিল্প পরিকল্পনা, এবং নকশা, স্থাপত্য নকশাসমৃদ্ধ ব্যবহারিক কার্যক্রম পরিচালনা করে। মোথুওয়ের গ্রামীণ পুনরুজ্জীবনে এভাবেই তারা সহায়তা দেয়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn