বাংলা

লেবুগৌ, তিব্বত: সবুজ উন্নয়নের "সিম্ফনি"

CMGPublished: 2022-06-30 19:21:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ৩০: বাইমা চুওমা তিব্বতের জাংনান শহরের ছুওনা জেলার মামামেনবা গ্রামে বাস করেন। এখন তার একটি নতুন পরিচয় আছে। তিনি একজন খামারবাড়ি হোটেলের মালিক। তার ছোট বাড়িটি একটি হোমস্টে হোটেলে পরিণত হয়েছে, যেখানে অতিথিদের থাকা-খাওয়ার ব্যবস্থা আছে। এতে আছে মোট ৬টি কক্ষ। গত বছর হোটেল থেকে আয় ছিল প্রায় ৬০ হাজার ইউয়ান।

সুন্দর ও পরিচ্ছন্ন পানি এবং পাহাড়ি পরিবেশে কীভাবে উচ্চমানের উন্নয়ন অর্জন করা যায়? ২০১৪ সালে, মামামেনবা গ্রামে পুনর্নিমাণ শুরু হয় এবং গ্রামের ১০৬টি পরিবার নতুন বাড়িতে বসবাস করা শুরু করে। একই সময়ে গ্রামের বাসিন্দারা সক্রিয়ভাবে সবুজ শিল্প উন্নয়নের "সিম্ফনি" বাজিয়ে বৈশিষ্ট্যপূর্ণ পর্যটন বিকাশ করেছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn