বাংলা

বার্সেলোনায় চীন-স্পেন যৌথ কারখানায় গাড়ির উত্পাদন শুরু

CMGPublished: 2024-11-25 17:07:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২৫: বার্সেলোনা মুক্ত বাণিজ্য অঞ্চলে, চীনা অটোমোবাইল প্রস্তুতকারক চেরি এবং স্প্যানিশ কোম্পানি ইব্রো কর্তৃক যৌথভাবে প্রতিষ্ঠিত, ইব্রো কারখানায় আনুষ্ঠানিকভাবে গত ২৩ নভেম্বর গাড়ি উত্পাদন শুরু হয়েছে।

ইব্রো প্ল্যান্টে এসইউভি এস৭০০ মডেলের গাড়ি প্রথম উত্পাদন করা হবে। কারখানাটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে এস৮০০-এর উত্পাদনও শুরু করবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতালোনিয়ার প্রেসিডেন্ট সালভাদর ইলা।

তিনি বলেন, স্পেন-চীন সম্পর্ক স্থিরভাবে বিকশিত হচ্ছে এবং দু’পক্ষ ব্যবসা, প্রযুক্তি, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান এবং শিল্পে সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

স্পেনে চীনের রাষ্ট্রদূত ইয়াও চিং জোর দিয়ে বলেন, বাণিজ্য ও শিল্প খাতে সহযোগিতা চীন-স্পেন সম্পর্কের সমসাময়িক অর্থকে মূর্ত করে। চীন ও স্পেনের উচিত কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি, ও নতুন শক্তির উচ্চ-প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা আরও গভীর করা।

Share this story on

Messenger Pinterest LinkedIn