বাংলা

সিওয়ে কাওচিং-২ ০৩ এবং সিওয়ে কাওচিং-২ ০৪ নিক্ষেপ করেছে চীন

CMGPublished: 2024-11-25 11:11:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২৫: আজ (সোমবার) সকাল ৭টা ৩৯ মিনিটে চীনের চিউছুয়ান উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২সি ক্যারিয়ার রকেট দিয়ে সুষ্ঠুভাবে সিওয়ে কাওচিং-২ ০৩ এবং সিওয়ে কাওচিং-২ ০৪ মহাকাশে পাঠানো হয়েছে। উপগ্রহ দু’টি পূর্বনির্ধারিত কক্ষপথে স্থান করে নিয়েছে।

এটি ছিল লং মার্চ রকেট সিরিজের ৫৪৭তম ফ্লাইট মিশন।

Share this story on

Messenger Pinterest LinkedIn