ইরান ও আজারবাইজানের যৌথ সামরিক মহড়া চলছে
নভেম্বর ২৫: গতকাল (রোববার) ইরানের বার্তা সংস্থা ইরনা জানায়, এদিন ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের আরদাবিল সীমান্ত এলাকায় আজারবাইজানের স্থল বাহিনীর সাথে ‘আররাস’ নামের যৌথ সামরিক মহড়া শুরু করেছে তেহরান।
জানা গেছে, ওই সামরিক মহড়া ৪ দিন থাকবে। এবারের মহড়ার উদ্দেশ্য, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং অবৈধ সশস্ত্র দলের ওপর আঘাত হানা; যাতে সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং সামরিক দক্ষতা বৃদ্ধি পায়।