বাংলা

লেবাননের একটি চৌকিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

CMGPublished: 2024-11-25 10:23:43
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২৫: গতকাল (রোববার) লেবাননের সামরিক পক্ষের বিবৃতিতে বলা হয়, এদিন দেশের দক্ষিণাঞ্চলের অ্যামেলিয়ার কাছে একটি চৌকিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৮জন আহত হয় এবং আরো অনেকের অবস্থা গুরুতর। গত অক্টোবর মাস থেকে এ পর্যন্ত লেবাননে ৪১জন সেনা নিহত হয়েছে।

এদিন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, লেবাননের সেনাবাহিনীর ওপর ইসরায়েলের বিমান হামলায় রক্তাক্ত ঘটনা তৈরি হয়েছে। বোঝা যায়, ইসরায়েলের যুদ্ধবিরতির ইচ্ছা নেই।

এদিন লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ২৩ নভেম্বর ভোরে বৈরুতের কেন্দ্রীয় বস্তা এলাকার ওপর ইসরায়েলের বিমান হামলায় ২৯জন নিহত এবং ৬৭জন আহত হয়েছে। ২৩ নভেম্বর লেবাননের ওপর ইসরায়েলের হামলায় মোট ৮৪জন নিহত এবং ২১৩জন আহত হয়েছে।

সেই ভোরে বস্তার একটি ৮ তলা আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং আশেপাশের স্থাপত্যেরও গুরুতর ক্ষতি হয়।

Share this story on

Messenger Pinterest LinkedIn