সিরিয়াকে আঞ্চলিক সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত
নভেম্বর ২৫: সিরিয়ায় জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত পেসকেরু গতকাল (রোববার) সিরিয়ার রাজধানী দামেস্কে আন্তর্জাতিক সমাজকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং সিরিয়াকে আঞ্চলিক সংঘাতে না-জড়ানোর আহ্বান জানিয়েছেন।
সেদিন সিরিয়ার পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী সাব্বাগের সঙ্গে বৈঠকের পর তিনি এ আহ্বান জানান। তিনি মিডিয়াকে বলেন, লেবানন ও ফিলিস্তিনের গাজা উপত্যকার সংঘাতের অবসান ঘটানো ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ সম্প্রতি ৪ লাখেরও বেশি পালিয়ে যাওয়া সিরিয়ান লেবানন থেকে স্বদেশে ফিরেছে। এটি সিরিয়ার সরকার ও আন্তর্জাতিক সমাজ উভয়ের জন্য একটি বড় দায়িত্ব।
পেইকাইরু আরও বলেন, সিরিয়া বর্তমানে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি এবং তার স্থিতিশীলতা পুনরুদ্ধারে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, যার মধ্যে রয়েছে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা পরিস্থিতি, সিরিয়ার সার্বভৌমত্ব ও স্বাধীনতা পুনরুদ্ধার, অর্থনীতি পুনরুদ্ধার, নিষেধাজ্ঞার অবসান, পুনর্গঠনসহ নানা সমস্যা সঠিকভাবে সমাধান করা। তিনি আন্তর্জাতিক সমাজকে ‘এই অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে’ সিরিয়াকে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।