বাংলা

চীনে বনের আয়তন মোট ভূমির ২৫ শতাংশের বেশি

CMGPublished: 2024-11-24 16:32:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২৪: ২০২৩ সাল পর্যন্ত, চীনে বনের আয়তন, দেশের মোট ভূমির ২৫ শতাংশ ছাড়িয়ে গেছে। আর, কৃত্রিম বনাঞ্চলের আয়তনের দিক দিয়েও চীন বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। চীনের জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের পরিচালক কুয়ান চি ঔ, গতকাল (শনিবার) কুয়াংসি’র নাননিংয়ে আয়োজিত, বিশ্ব বন শিল্প সম্মেলনে এ তথ্য জানান।

কুয়ান বলেন, চীনের বনজ ও ঘাস শিল্পের মোট উত্পাদনমূল্য ৯ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। বর্তমানে চীন বিশ্বের বনজ পণ্যের প্রধান উত্পাদক ও ভোক্তাদেশ।

এবারের সম্মেলনে ৩৫টি বনশিল্প পরিকল্পনাসংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষরিত হয়। এসব চুক্তির মূল্যমান ১৯৪০ কোটি ইউয়ান।

Share this story on

Messenger Pinterest LinkedIn