প্রস্তুত ঢাকা-যশোর নতুন রেলপথ, চালু শিগগিরই
দীর্ঘ ছয় বছর এই রেলপথে নির্মাণে কাজ করেছে সাতশ’র বেশি চীনা নাগরিক। পাশাপাশি কাজের সুযোগ পেয়েছিল বাংলাদেশের ১০ হাজা্রেরও বেশি কর্মী। চীনা প্রতিষ্ঠানের সাথে কাজ করে আধুনিক রেলপথ নির্মাণে কাজের সুযোগ পেয়ে খুশি বাংলাদেশের কর্মীরাও।
তবে দীর্ঘ এ যাত্রায় নানা প্রতিবন্ধকতার মধ্যে যেতে হয়েছে নির্মাণাধীন প্রতিষ্ঠানকে।
দীর্ঘদিনের পরিশ্রমের ফসল এই রেললাইন পুরোপারি চালু হলে নিজেদের কাজ স্বার্থক হবে বলে করছেন চীনা কর্মকর্তারা। পাশাপাশি চীন ও বাংলাদেশের সম্পর্কের উন্নয়নেও ভূমিকা রাখবে এটি।
নতুন এই রেলপথ চালু হলে শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতই সহজ হবে না, এটি দেশের বৃহত্তম দুটি সমুদ্রবন্দর চট্টগ্রাম ও মোংলাকে সরাসরি সংযুক্ত করে আমদানি-রপ্তানি বাণিজ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাহার/ফয়সল