বিমানের টায়ার পরীক্ষার প্ল্যাটফর্ম তৈরি করলো চীন
নভেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: জটিল পরিস্থিতিতে বিমানের টেকঅফ এবং অবতরণে টায়ারের কর্মক্ষমতা মূল্যায়ন করতে সক্ষম এমন একটি পরীক্ষামূলক প্ল্যাটফর্ম চালু করলো চীন।
সম্প্রতি দক্ষিণ চীনের কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কুইলিন শহরে অবস্থিত নির্মাণ করা হয়েছে প্ল্যাটফর্মটি।
প্ল্যাটফর্মটি ইনডোরের মধ্যেই উড্ডয়ন কিংবা অবতরণের সময় টায়ারে যে পরিমাণ চাপ সহ্য করতে হয় ঠিক একই পরিমাণ চাপ প্রয়োগ করে পরীক্ষা করতে পারে। এই পরীক্ষার ওপর ভিত্তি করে বিজ্ঞানীরা আরও নিরাপদ টায়ার তৈরি করতে পারবেন।
সিনোকেম হোল্ডিংসের একটি সহায়ক সংস্থার জ্যেষ্ঠ প্রকৌশলী পাই থিয়ানথিয়ান বলেন, আমরা এখন একটি নতুন ধরনের বিমানের চাকা পরীক্ষা করছি। চাকাটি খুব খারাপ অবস্থার রানওয়েতেও কেমন কাজ করে এবং কতদিন টেকসই হয়, সেটা জানার চেষ্টা করছি।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি