বিশ্ব বন শিল্প সম্মেলনে ৩৫টি চুক্তি স্বাক্ষরিত
নভেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৪ সালের বিশ্ব বন শিল্প সম্মেলনে এক হাজার ৯৪০ কোটি ইউয়ান মূল্যের ৩৫টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের নানিং শহরে শুরু হয় এই সম্মেলন।
দুই দিনব্যাপী এই সম্মেলনে আন্তর্জাতিক বন সংগঠন এবং বিশ্বখ্যাত কোম্পানির প্রতিনিধিরা এবং প্রায় এক হাজার ১০০টি কোম্পানি অংশগ্রহণ করেছে।
এবারের সম্মেলনের অংশ হিসেবে একটি প্রদর্শনীও অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রদর্শিত হচ্ছে বিশ্বের নানা বনজ-পণ্য। এবারের প্রদর্শনী চলছে ৫০ হাজার বর্গমিটার জায়গা জুড়ে। সেখানে অংশগ্রহণ করেছে ১ হাজার ৭৫টি কোম্পানি।
জাতীয় বন ও প্রশাসনের প্রধান কুয়ান চি'ও বলেন, ২০২৩ সালে পর্যন্ত চীনে বনের পরিমাণ ছিল ২৫ শতাংশেরও বেশি।পাশাপাশি বনজ সম্পদের পরিমাণ ২০ বিলিয়ন ঘনমিটার ছাড়িয়ে গেছে।
কুয়ান আরও বলেন, গত বছর চীনের বন শিল্পের মোট উৎপাদন মূল্য ৯ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে।
নাহার/শান্তা
তথ্য ও ছবি- সিনহুয়া