কাজাখস্তানের রাষ্ট্রীয় উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ওয়াং হুনিং
নভেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: কাজাখস্তানের রাষ্ট্রীয় উপদেষ্টা এর্লান কারিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন করেছেন চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং।
শনিবারের সাক্ষাতে চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং বলেন, চীন ও কাজাখস্তানের রাষ্ট্রপ্রধানদের গুরুত্বপূর্ণ চুক্তি বাস্তবায়নে কাজ করতে আগ্রহী চীন। পাশাপাশি চীন-কাজাখস্তান অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তুলতে চায়।
তিনি আরও বলেন, সিপিপিসিসি জাতীয় কমিটি কাজাখস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে এবং সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।
এর্লান কারিন বলেন, কাজাখস্তান চীনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে এবং বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা গভীর করতে চায়। পাশাপাশি কাজাখস্তান জাতীয় শাসন ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় বিনিময় বাড়াতে কাজ করবে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিনহুয়া