চীনা বৈদ্যুতিক যানবাহনের ওপর অতিরিক্ত শুল্ক ইইউ-র জন্যই ক্ষতিকর: হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী
নভেম্বর ২৩: হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী সিজ্জার্তো গতকাল (শুক্রবার) তুরস্কের ইস্তাম্বুলে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চীনা বৈদ্যুতিক যানবাহনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে নিজেই ক্ষতিগ্রস্ত হবে।
ইস্তাম্বুলে এনার্জি ফোরাম চলকালে সিজ্জার্তো সিনহুয়া বার্তা সংস্থাকে আরও বলেন, ইইউ চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করায় হাঙ্গেরি দুঃখিত। এটি একটি খারাপ সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, হাঙ্গেরি অর্থনৈতিক ক্ষেত্রে চীনের সাথে সক্রিয়ভাবে সহযোগিতা গড়ে তুলছে। বর্তমানে হাঙ্গেরিতে অনেক চীনা বিনিয়োগকারী রয়েছে। ইইউ’র উচিত চীনের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সক্রিয়ভাবে জোরদার করা।
এর আগে ইউরোপীয় কমিশন চীনের বৈদ্যুতিক যানবাহনের বিরুদ্ধে ভর্তুকিবিরোধী তদন্তের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এর পরই, গত ৩০ অক্টোবর থেকে শুরু করে পাঁচ বছরের জন্য, চীন থেকে আমদানিকৃত বৈদ্যুতিক গাড়ির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। চীন এ সিদ্ধান্তকে সংরক্ষণবাদী নামে আখ্যায়িত করেছে।