বাংলা

তাইওয়ান প্রণালীর দু’তীরের দশম থিঙ্ক ট্যাঙ্ক একাডেমিক ফোরাম আয়োজিত

CMGPublished: 2024-11-23 18:42:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২৩: চীনের সামাজিক ও বৈজ্ঞানিক একাডেমির তাইওয়ান গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী এবং তাইওয়ান প্রণালীর দু’তীরের দশম থিঙ্ক ট্যাঙ্ক একাডেমিক ফোরাম গতকাল (শুক্রবার) চীনের কুয়াং তুং প্রদেশের চুং শান শহরে অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা তাইওয়ানের রাজনৈতিক পরিস্থিতি ও সেখানকার বাসিন্দাদের অনুভূতি নিয়ে গভীরভাবে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, আন্তর্জাতিক পরিবেশ যতই পরিবর্তিত হোক না কেন, এটি তাইওয়ান প্রণালীর উভয় তীর যে একই চীনের অন্তর্গত—এই সত্যকে পরিবর্তন করতে পারবে না। চীনের পুনরায় একত্রিত হবার স্বপ্নকেও দাবিয়ে রাখা যাবে না।

চীনের সামাজিক ও বৈজ্ঞানিক একাডেমির উপ-প্রধান ওয়াং ছাং লিন বলেন, চীনের সামাজিক ও বৈজ্ঞানিক একাডেমির তাইওয়ান গবেষণাকেন্দ্র ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। বিগত ৪০ বছরে এটি দেশের সম্পূর্ণ পুনর্মিলনের জন্য কাজ করে এসেছে। তাইওয়ান প্রণালীর দুই তীরের দেশবাসীদের জন্য সুখ খোঁজা এবং শান্তিময় বিকাশে জ্ঞান ও শক্তি যোগানো এই কেন্দ্রের মূল লক্ষ্য।

Share this story on

Messenger Pinterest LinkedIn