বেইজিংয়ে আন্তর্জাতিক অনুবাদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান
নভেম্বর ২৩: চীনের বিদেশী ভাষা ব্যুরো, চীনের অনুবাদ সমিতি, এবং চীনের অনুবাদ গবেষণালয়ের যৌথ উদ্যোগে, ৩৬তম হান সুয়িন আন্তর্জাতিক অনুবাদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং অনুবাদ মানবসভ্যতা বিনিময় আলোচনা আজ (শনিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস-চেয়ারম্যান এবং ‘মিনচিন’ পার্টির কেন্দ্রীয় কমিটির স্থায়ী ভাইস-চেয়ারম্যান চু ইয়ুং সিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তিনি বলেন, আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে বড় ব্যবহারিক সমস্যার মুখে, চীনা ও বিদেশী সভ্যতার মধ্যে বিনিময় এবং পারস্পরিক শিক্ষা প্রচারের ক্ষেত্রে, অনুবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের অনুবাদ শিল্পের বিকাশ সাংস্কৃতিকভাবে শক্তিশালী দেশের ভিত্তি। সভ্যতার মধ্যে বিনিময় ও পারস্পরিক শিক্ষার মাধ্যমে, চীনা জাতির আধুনিক সভ্যতা নির্মাণের ওপর জোর দেওয়া উচিত এবং মানবসভ্যতার বিনিময়ের জন্য একটি ঐকমত্যের ভিত্তি তৈরি করতে অনুবাদকাজ ব্যবহার করা উচিত।