রিমোট সেন্সিং ফলাফল শেয়ার করতে নতুন ক্লাউড প্ল্যাটফর্ম চীনে
নভেম্বর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনে একটি ওপেন ক্লাউড প্ল্যাটফর্ম চালু হয়েছে, যা জনগণের জন্য দূরসংবেদন বা রিমোট সেন্সিং ডেটাসহ বিভিন্ন মহাকাশ তথ্যপ্রযুক্তি অ্যাপ্লিকেশন সেবা দেবে।
জিওভিস ক্লাউড ওপেন প্ল্যাটফর্ম স্মার্ট কৃষি, পরিবেশ সুরক্ষা, নগর পরিকল্পনা, ট্রাফিক পর্যবেক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ সতর্কতার মতো ক্ষেত্রগুলোয় সমর্থন দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে।
প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের জন্য মহাকাশ তথ্য সেবার প্রবেশাধিকার বাড়াতে নকশা করা হয়েছে। এতে উদ্ভিদ বিজ্ঞান, জলসম্পদ, মাটি ও বায়ুমণ্ডলের মতো মূল প্যারামিটারগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে চীন আরও বেশি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে এবং আরও উচ্চ-রেজোলিউশনের পৃথিবী পর্যবেক্ষণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
চীন ভূমি, আবহাওয়া ও সমুদ্র সম্পর্কিত স্যাটেলাইটের সমন্বয়ে একটি ব্যাপক পৃথিবী পর্যবেক্ষণ ব্যবস্থা তৈরি করেছে, যা মান ও পরিমাণের দিক থেকে বৈশ্বিক উন্নত স্তরে পৌঁছেছে।
২০২২ সালের শেষ নাগাদ, চীনের ২৯৪টি বেসামরিক রিমোট সেন্সিং স্যাটেলাইট কক্ষপথে কাজ করছিল, যার মধ্যে ১৮৯টি ছিল বাণিজ্যিক স্যাটেলাইট।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিজিটিএন