বাংলা

জাপানসহ আরও আটটি দেশকে ভিসামুক্ত সুবিধা দিল চীন

CMGPublished: 2024-11-23 17:41:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: কোভিড-পরবর্তী মন্থর অর্থনীতি পুনরুদ্ধারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে চীন। এর অংশ হিসেবে পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণ বাড়াতে আরও ৯টি দেশের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে এই ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

নতুন করে ভিসামুক্ত প্রবেশাধিকার পাওয়া দেশগুলো হলো-জাপান, বুলগেরিয়া, রোমানিয়া, মাল্টা, ক্রোয়েশিয়া, মন্টেনিগ্রো, নর্থ মেসিডোনিয়া, এস্তোনিয়া ও লাটভিয়া। ভিসা ছাড়াই ৩০ দিনের জন্য চীনে প্রবেশ ও অবস্থান করতে পারবেন এসব দেশের নাগরিকরা। এ নিয়ে গত বছর থেকে চীনে ভিসামুক্ত প্রবেশাধিকার পাওয়া দেশের সংখ্যা দাঁড়াচ্ছে ৩৮টিতে।

এর আগে, ভিসামুক্ত প্রবেশাধিকার পাওয়া দেশের নাগকিররা ১৫ দিনের জন্য চীনে অবস্থান করার সুযোগ পেতেন। তবে নতুন ঘোষণায় তা বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে বলে জানান লিন চিয়ান।

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ৮২ লাখ বিদেশি নাগরিক চীনে প্রবেশ করেছেন, যার মধ্যে ৪৯ লাখই ভিসামুক্ত প্রবেশের সুযোগ গ্রহণ করেছেন।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া

Share this story on

Messenger Pinterest LinkedIn