বাংলা

ঐতিহ্যবাহী গেমস অফ এথনিক মাইনরিটিজ হাইনানে শুরু

CMGPublished: 2024-11-23 17:40:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২৩, সিএমজি বাংলা ডেস্ক : চীনের ১২তম জাতীয় ঐতিহ্যবাহী নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর খেলা শুরু হয়েছে। শুক্রবার রাতে হাইনান প্রদেশের উপকূলীয় শহর সানইয়ায় আনুষ্ঠানিকভাবে এ খেলার উদ্বোধন করেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য এবং চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং।

৯ দিনব্যাপী এই আয়োজনে চীনজুড়ে ৩৫টি প্রতিনিধিদলের প্রায় সাত হাজার অ্যাথলেট ১৮টি খেলায় অংশগ্রহণ করবে। তবে ঘৌড়দৌড় প্রতিযোগিতা এরইমধ্যে জুলাই মাসে সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের চাওসুতে অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজন প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল ১৯৫৩ সালে। সেসময় ১৩ জাতিগোষ্ঠীর প্রায় ৪০০ অ্যাথলেট থিয়ানচিনে প্রথম আসরে অংশগ্রহণ করেছিলেন। ২৯ বছর পর ২য় আসর অনুষ্ঠিত হয় ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হোওহোটে।

শুক্রবার থেকে শুরু হওয়া এই খেলা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া

Share this story on

Messenger Pinterest LinkedIn