পেরু ও ব্রাজিলে রাষ্ট্রীয় সফরশেষে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট সি
নভেম্বর ২৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, আজ (শনিবার) সকালে, পেরু ও ব্রাজিলে রাষ্ট্রীয় সফরশেষে, বিশেষ বিমানযোগে দেশে ফেরেন। সফরকালে তিনি এপেক-এর ৩১তম অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলন এবং জি-টোয়েন্টির ১৯তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন।
এর আগে, ব্রাজিল থেকে ফেরার পথে প্রেসিডেন্ট সি কাসাব্লাঙ্কায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখেননুচ। সংক্ষিপ্ত যাত্রাবিরতিশেষে প্রেসিডেন্ট সি কাসাব্লাঙ্কা ত্যাগ করেন। এ সময় সেদেশের প্রধানমন্ত্রী তাদের বিদায় জানান।