চীন ও লাক্সেমবার্গ সম্পর্ক আরও জোরদার করতে চায়: মুখপাত্র
নভেম্বর ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (শুক্রবার) জানিয়েছেন, চীন লাক্সেমবার্গের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায়।
লাক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী জাভিয়র বেটেল শীঘ্রই চীন সফর করবেন। এ সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, লাক্সেমবার্গ ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য এবং চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদার। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছরেরও বেশি সময় ধরে পরস্পরকে সম্মান করেছে এবং সহযোগিতা ও উভয়ের জয়ের চেতণা ধারণ করেছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে, দুই দেশের মধ্যে ইস্পাতসহ বিভিন্ন খাতে সহযোগিতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এটি দুই দেশের জনগণের কল্যাণের জন্য ইতিবাচক অবদান রেখেছে, চীন-ইউরোপ সহযোগিতা এগিয়ে নিচ্ছে এবং আন্তর্জাতিক শিল্প চেইন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক অবদান রাখছে।
তিনি আরও জানান, লাক্সেমবার্গের সঙ্গে অব্যাহতভাবে বন্ধুত্ব, পরস্পরিক আস্থা, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা জোরদার করা এবং চীন-লাক্সেমবার্গ সম্পর্ক আরও উন্নত করতে চায় চীন।