চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকান ইউনিয়নের একযোগে উন্মুক্ত বিজ্ঞান আন্তর্জাতিক সহযোগিতা উদ্যোগ উত্থাপন
নভেম্বর ২২: চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশ্বের প্রযুক্তিগত উদ্ভাবন সহযোগিতা এগিয়ে নেওয়া, যৌথভাবে একটি উন্মুক্ত, ন্যায্য, নিরপেক্ষ এবং বৈষম্যহীন বিশ্বব্যাপী প্রযুক্তি উন্নয়ন পরিবেশ গড়ে তোলা এবং বিশ্বের উন্মুক্ত বিজ্ঞানের সুষ্ঠু উন্নয়ন এগিয়ে নেওয়ার লক্ষ্যে চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং আফ্রিকান ইউনিয়ন একযোগে ‘উন্মুক্ত বিজ্ঞান আন্তর্জাতিক সহযোগিতা উদ্যোগ’ উত্থাপন করেছে।
উদ্যোগগুলোতে রয়েছে, উন্মুক্ত ও সহযোগিতায় অবিচল থাকা। ন্যায্যতা ও নিরপেক্ষতায় অবিচল থাকা। সব পক্ষের কল্যাণ বিবেচনা ও সহনশীলতার চেতনা ধারণ করা।