বাংলা

চীনা উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে সিটি গ্রুপের সিইও’র বৈঠক

CMGPublished: 2024-11-22 10:46:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২২: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় বেইজিংয়ে মহাগণভবনে মার্কিন সিটি গ্রুপের সিইও জেন ফ্রেজারের সাথে সাক্ষাৎ করেছেন।

এ সময় তিনি বলেন, চীন সার্বিকভাবে সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা অনুসরণ ও কার্যকর করে, অধিকতরভাবে আর্থিক ব্যবস্থার সংস্কার গভীরতর করে, ধারাবাহিকভাবে উচ্চমানের আর্থিক দ্বিমুখী উন্মুক্তকরণ সম্প্রসারণ করছে। সিটি গ্রুপসহ আরো বেশি বৈদেশিক পুঁজি লগ্নিকারী আর্থিক সংস্থার চীনে দীর্ঘমেয়াদী পুঁজি বিনিয়োগ ও শিল্প প্রতিষ্ঠা, চীনের আর্থিক বাজারের নির্মাণে অংশ নেওয়া এবং উন্নয়ন সুযোগ ভাগাভাগি করাকে স্বাগত জানায় বেইজিং।

জেন ফ্রেজার বলেন, সিটি গ্রুপ চীনা অর্থনীতি ও আর্থিক বাজারের উন্নয়নের ভবিষ্যত্ খতিয়ে দেখে এবং চীনা বাজার গভীরভাবে অনুসন্ধান করে, মার্কিন-চীন আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বেগবান করা এবং বিশ্ব অর্থনীতির সুস্থ উন্নয়ন রক্ষা করার জন্য অবদান রাখতে ইচ্ছুক।

Share this story on

Messenger Pinterest LinkedIn