‘বিশ্ব বৃত্তিমূলক শিক্ষা সম্মেলন ২০২৪’ শুরু
নভেম্বর ২১: চীনের উত্তরাঞ্চলীয় থিয়ানচিন শহরে আজ (বৃহস্পতিবার) ‘বিশ্ব বৃত্তিমূলক শিক্ষা সম্মেলন ২০২৪’ উদ্বোধন করা হয়েছে। সম্মেলনে শতাধিক দেশ ও অঞ্চল থেকে ১২০০জনেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ৪০টিরও বেশি মন্ত্রী পর্যায়ের বিদেশি অতিথি এবং একশোরও বেশি দেশ ও অঞ্চল থেকে আগত ছয় শতাধিক বিদেশি অতিথি উপস্থিত রয়েছেন।
সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা "বিশ্ব বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে থিয়ানচিন ঐক্যমত্য" নিয়ে আলোচনা করবেন এবং এটি গ্রহণ করবেন। একই সঙ্গে, বৃত্তিমূলক শিক্ষার উচ্চমানের উন্নয়নের জন্য শিল্প ও শিক্ষার একীকরণ এবং বিশ্বব্যাপী কৌশল ও উচ্চ-দক্ষ প্রতিভা লালনের অনুশীলনসহ ছয়টি উপ-সভা অনুষ্ঠিত হবে।