উহানে ‘সপ্তম চীন আন্তর্জাতিক শিল্প ডিজাইন মেলা’ শুরু
নভেম্বর ২১: গতকাল (বুধবার) উহানে ‘সপ্তম চীন আন্তর্জাতিক শিল্প ডিজাইন মেলা’ শুরু হয়েছে। এতে বিশ্বের তিন শতাধিক শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে।
জানা গেছে, ‘চীন আন্তর্জাতিক শিল্প ডিজাইন মেলা’ বিশ্বব্যাপী শিল্প খাতের নকশা বিনিময় এবং সহযোগিতার একটি জানালা হয়ে উঠেছে।