চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ব্রাজিলে স্বাগত ভোজে অংশগ্রহণ করেছেন
নভেম্বর ২১: ব্রাজিল সময় গতকাল বুধবার সন্ধ্যায়, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার আয়োজিত স্বাগত ভোজে অংশগ্রহণ করেছেন।
প্রেসিডেন্ট সি তার বক্তৃতায় বলেন, যদিও চীন ও ব্রাজিল মহাসাগর দ্বারা বিচ্ছিন্ন, তবুও দুই দেশ সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট লুলার সঙ্গে তিনি চীন-ব্রাজিল সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন। এই সম্পর্ক একটি ন্যায্য বিশ্ব এবং আরও টেকসই গ্রহ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। উভয় নেতা ব্রাজিলের উন্নয়ন কৌশলের সাথে চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে একত্রিত করার বিষয়ে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। প্রেসিডেন্ট সি বলেন, চীন ব্রাজিলের সাথে মিলে চীন-ব্রাজিল সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে আগ্রহী। একটি নতুন সূচনায় দাঁড়িয়ে, চীন-ব্রাজিল অভিন্ন কল্যাণের সমাজ গঠন এবং চীন-ব্রাজিল সম্পর্কের পরবর্তী "সোনালি ৫০ বছর" শুরু করতে ব্রাজিলের সঙ্গে কাজ করতে চান চীনা প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট লুলা বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং এবং তিনি পূর্ব ও পশ্চিম গোলার্ধের দুটি বৃহত্তম উন্নয়নশীল দেশের নেতা। ব্রাজিল চীনের উন্নয়ন সাফল্য, বিশেষ করে দেশটির দারিদ্র্যমোচন প্রচেষ্টাকে প্রশংসা করে। অর্ধশতাব্দী আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে, ব্রাজিল-চীন সম্পর্ক উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি অনুকরণীয় মডেল হয়ে উঠেছে। ব্রাজিল ও চীন উভয়ই বহুপক্ষবাদ সমর্থন করে এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। ব্রাজিল চীনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে চীন-ব্রাজিল সম্পর্ককে আরও জোরদার করতে চায়।