চীন-লাওস যৌথ মানবিক চিকিৎসা উদ্ধার মহড়া ‘শান্তিপূর্ণ ট্রেন-২০২৪’ শুরু
নভেম্বর ২১: গতকাল বুধবার লাওসে চীন-লাওস যৌথ মানবিক চিকিৎসা উদ্ধার মহড়া ‘শান্তিপূর্ণ ট্রেন-২০২৪’ শুরু হয়েছে।
এই মহড়ার মূল লক্ষ্য হল ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় মানবিক চিকিৎসা উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ করা। লাওস এই অভিযানে মোট ৫০০ জনকে পাঠিয়েছে। তারা লাও পিপলস আর্মির ১০৩ নম্বর হাসপাতাল, লাও মিলিটারি মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছে।