জি২০ নেতৃবৃন্দের ১৯তম শীর্ষসম্মেলনে প্রেসিডেন্ট সি’র গুরুত্বপূর্ণ ভাষণের ইতিবাচক মূল্যায়ন করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ
নভেম্বর ২১: আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ জানান, জি২০ নেতৃবৃন্দের ১৯তম শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণে বিশ্বের উন্নয়ন এগিয়ে নেওয়া ও বিশ্ব প্রশাসন উন্নয়নে ধারাবাহিক বাস্তব পদক্ষেপ উত্থাপিত হয়েছে। যা আন্তর্জাতিক মতৈক্য এগিয়ে নেওয়া ও বিভিন্ন দেশের যৌথভাবে অভিন্ন উন্নয়ন বাস্তবায়নের জন্য কাজ করবে।
কানাডার অর্থনীতিবিদ কর্ম্যাক জানান, "আমি মনে করি প্রেসিডেন্ট সি চিন পিং উত্থাপিত ৮টি কর্মকাণ্ড অনেক ভাল। যাতে ধারাবাহিক বাস্তব পদক্ষেপ অন্তর্ভুক্ত হয়েছে। তা বিশ্বের দারিদ্র্যবিমোচন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে। পেরুতে আমরা দেখেছি চীন-পেরু সহযোগিতামূলক নির্মিত প্রকল্প- চানকায় বন্দর চালু হয়েছে। যা পরিবহনের সময় অনেকটা কমাবে। আমার ধারণা, তা শুধু পেরুর উন্নয়ন এগিয়ে নেওয়া নয়, বরং জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও সহায়ক হবে।"
ব্রাজিলের ক্যাথলিক ইউনিভার্সিটি অফ রিও ডি জেনিরোর প্রেসিডেন্ট অ্যান্ডারসন জানান, "প্রেসিডেন্ট সি’র ভাষণে উল্লেখ্য হয়েছে যে, উন্মুক্ত বিশ্ব অর্থনীতি ও সহযোগিতামূলক বিশ্ব অর্থনীতি নির্মাণ করা হবে। তা অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বায়নের যুগে আমরা বসবাস করছি, দেশের মধ্যে পরস্পরের উপর নির্ভরশীল। মতৈক্যের ভিত্তিতে আমাদের উচিত সেতু নির্মাণ করা।"