বাংলা

যুক্তরাষ্ট্রের উচিত পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের দায়িত্ব পালন করা

CMGPublished: 2024-11-21 16:37:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২১: যুক্তরাষ্ট্রের উচিত পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের বিশেষ দায়িত্ব পালন করা। আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেছেন।

মার্কিন কিছু কর্মকর্তা আগে বলেছিলেন যে, যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধ চায় না। তবে ঘটলে, যুক্তরাষ্ট্র কিছু পরমাণু অস্ত্র ধরে রাখতে চায়, যাতে ভবিষ্যতে শত্রুকে হুঁশিয়ারি করা যায়। এ বিষয়ে বিদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে লিন চিয়ান বলেন, মার্কিন কর্মকর্তার এমন মন্তব্য, দেশটি আধিপত্যবাদী চিন্তাধারার প্রতিফলন। যুক্তরাষ্ট্র সাম্প্রতিক বছরগুলোতে অব্যাহতভাবে দেশের নিরাপত্তা নীতিতে পরমাণু অস্ত্রের ভূমিকা বাড়িয়েছে, যা বিশ্বের কৌশলগত ভারসাম্য ও স্থিতিশীলতার গুরুতর লঙ্ঘন। এর ফলে সামরিক প্রতিদ্বন্দ্বিতা আরো বেড়েছে।

লিন চিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের উচিত কার্যকরভাবে পরমাণু নিরস্ত্রীকরণের বিশেষ ও অগ্রাধিকার দায়িত্ব পালন করা, আরো ব্যাপকভাবে পরমাণু অস্ত্র হ্রাস বাস্তবায়ন করা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা পালন করা।

Share this story on

Messenger Pinterest LinkedIn