ব্রাজিলের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় চীন
নভেম্বর ২১: চীন ব্রাজিলের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সমৃদ্ধ করতে চায়। আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেছেন।
তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সুষ্ঠুভাবে ব্রাজিল সফর সম্পন্ন করেছেন। সফরকালে দু’দেশের নেতা ঘোষণা করেছেন যে, দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো ন্যায়সঙ্গত করা এবং আরো টেকসই পৃথিবী গঠনের জন্য ‘চীন-ব্রাজিল অভিন্ন কল্যাণের সমাজ গঠনের সম্পর্কে’ উন্নীত করার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ এবং ব্রাজিলের উন্নয়নকৌশল সংযুক্ত করা হবে।
প্রেসিডেন্ট সি চিন পিং এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা যৌথভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ৫০ বছরের ইতিহাস পর্যালোচনা করে মনে করেন যে, দু’দেশের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো সময়ে আছে। যা উন্নয়নশীল বড় দেশের যৌথ সহযোগিতা ও ঐক্যের দৃষ্টান্তও বটে। দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি এবং উন্নয়নকৌশল সংযুক্ত করা, চীন-ব্রাজিল সম্পর্ক উন্নয়নকে বেগবান করবে, পরবর্তী ‘সোনালি ৫০ বছর’ উন্মোচন করবে, ‘গ্লোবাল সাউথ’ দেশের ঐক্যের জন্য দৃষ্টান্ত রাখবে। ব্রাজিল ও অন্যান্য লাতিন আমেরিকান দেশের সঙ্গে দু’পক্ষের সহযোগিতাকে নতুন পর্যায়ে উন্নীত করতে চায় চীন।