বাংলা

হংকং ইস্যুতে বাইরের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য

CMGPublished: 2024-11-21 16:38:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২১: যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের সরকার ও রাজনীতিবিদদের অযৌক্তিক কোলাহলের প্রতিক্রিয়ায়, আজ (বৃহস্পতিবার) চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে নিযুক্ত জাতীয় নিরাপত্তা বিভাগের মুখপাত্র বলেছেন, সম্প্রতি যারা ‘জাতীয় ক্ষমতাকে ধ্বংস করার ষড়যন্ত্র’ করেছে, তাদের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে বিচার করা হয়েছে। বিভাগটি হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রতি দৃঢ় সমর্থন জানায়। হংকংয়ে বাইরের যে কোনো শক্তির হস্তক্ষেপ অগ্রহণযোগ্য।

মুখপাত্র বলেন, পশ্চিমা দেশ এবং রাজনীতিকের আচরণ, গুরুতরভাবে ‘এক দেশ দুই ব্যবস্থা’ নীতির লঙ্ঘন করে, হংকংয়ের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক আইনি ব্যবস্থা ধ্বংস করে, হংকংয়ের মৌলিক স্বার্থ ও জনকল্যাণকে ক্ষতিগ্রস্ত করে। এসব কোনো দেশই সহ্য করতে পারে না।

মুখপাত্র আরো বলেন, চীন সরকার ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার যৌথভাবে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি রক্ষা করবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn