বাংলা

‘সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতির’ সিজন ৩ (পর্তুগিজ সংস্করণ) ব্রাজিলে সম্প্রচারিত

CMGPublished: 2024-11-21 15:14:33
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২১: চীনের প্রেসিডেন্টের জি-২০ নেতাদের ১৯তম শীর্ষসম্মেলন ও ব্রাজিল সফর উপলক্ষ্যে, গতকাল (বুধবার) চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি‘র তৈরী ‘সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ সিজন ৩ (পর্তুগিজ সংস্করণ) ব্রাসিলিয়ায় সম্প্রচার উদ্বোধন হয়েছে। ব্রাজিলের ভাইস-প্রেসিডেন্ট এবং উন্নয়ন, শিল্প ও বাণিজ্যমন্ত্রী জেরাল্ডো আলকেমিন তাতে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন। ব্রাজিলের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, মিডিয়া এবং একাডেমিয়ার সুপরিচিত ব্যক্তিবর্গসহ ২০০ জনেও বেশি অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ সিজন ৩ (পর্তুগিজ সংস্করণ) অনুষ্ঠান মানবজাতির অভিন্ন স্বার্থের সমাজ, সাংস্কৃতিক উত্তরাধিকার এবং উদ্ভাবন, জীববৈচিত্র্যের সুরক্ষা, সভ্যতা বিনিময় ও পারস্পরিক শিক্ষার ওপর ফোকাস করে, এটি প্রেসিডেন্ট সি চিন পিং’র গুরুত্বপূর্ণ বক্তৃতা, নিবন্ধ এবং উদ্ধৃত প্রাচীন চীনা বই এবং ক্লাসিক উদ্ধৃতিগুলো বেছে নিয়েছে, তাতে উজ্জ্বলভাবে সি চিন পিংয়ের অসামান্য রাজনৈতিক প্রজ্ঞা, গভীর মানবতাবাদী অনুভূতি এবং বিস্তৃত ঐতিহাসিক ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি দর্শকদের চীনা আধুনিকায়নের সাংস্কৃতিক ভিত্তি প্রদর্শন করা হয়।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপপ্রধান ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচাল শেন হাই সিয়োং ব্রাজিলের প্রেসিডেন্ট ভবনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক মন্ত্রী আলেকসান্দর পাদিলহা ব্রাজিলের তথ্যমন্ত্রী পল পিমেন্টা, সংস্কৃতি মন্ত্রী মার্গারেট মেনেজেস, ব্রাজিলের পর্যটন মন্ত্রণালয়ের নির্বাহীমন্ত্রী আন লোপেস, এবং ব্রাজিলের জাতীয় মিডিয়া কোম্পানির প্রেসিডেন্ট জেন লি মা অনুষ্ঠানে বক্তৃতা দেন এবং অতিথিদের সাথে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। চীনে ব্রাজিলের রাষ্ট্রদূত মার্কোস গ্যালভাও এবং ব্রাজিলে চীনের রাষ্ট্রদূত জু ছিং ছিয়াও ভিডিও বক্তৃতা দেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn