বাংলা

চীন ও ব্রাজিলের প্রেসিডেন্টদের যৌথ সংবাদ সম্মেলন

CMGPublished: 2024-11-21 11:07:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২১: ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট ভবনে স্থানীয় সময় মঙ্গলবার সকালে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সাথে বৈঠক করার পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

প্রেসিডেন্ট সি বলেন, চীন, ব্রাজিলের সাথে দৃঢ়ভাবে বহুপক্ষীয়বাদ সংরক্ষণ করবে, একসাথে অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলবে এবং আরো সুন্দর বিশ্ব নির্মাণ করবে।

সি জোর দিয়ে বলেন যে, ‘পাঁচ বছর পর আবার ভালোবাসা ও আশার সমৃদ্ধ ব্রাজিলে সফর করার সুযোগ পেয়েছি। ব্রাজিলের বিভিন্ন মহলের বন্ধুদের কাছ থেকে চিঠি পেয়েছি। চিঠিতে দ্বিপাক্ষিক মৈত্রী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার প্রতি ব্যাপক আশাবাদ প্রকাশ করা হয়েছে। প্রেসিডেন্ট লুলার সাথে বন্ধুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক করেছি। গত ৫০ বছরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ইতিহাস স্মরণ করে ভবিষ্যতে আরো ঘনিষ্ঠ সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি।

চীন-ব্রাজিল সম্পর্কের উন্নয়ন নিয়ে ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছান দু’নেতা। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের সাথে দু’দেশ আরো ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়ন অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলবে। যৌথভাবে ‘বেল্ট এ্যান্ড রোড’ উদ্যোগকে ব্রাজিলের উন্নয়ন কৌশলের সাথে যুক্ত করবে। বৈশ্বিক কাঠামোর দ্রুত পরিবর্তনে চীন ও ব্রাজিল সহযোগিতা জোরদার করবে এবং ‘গ্লোবল সাউথ’ দেশগুলোর ঐক্যের সুদৃষ্টান্ত স্থাপন করবে।

সি আরো বলেন, বিশ্বের পশ্চিম ও পূর্বের দুটি বড় উন্নয়নশীল দেশ হিসেবে সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরস্পরকে সমর্থন দেবে এবং নিজের গুণগতমান উন্নয়ন বাস্তবায়ন করবে চীন ও ব্রাজিল। আর্থ-বাণিজ্য, বিজ্ঞান প্রযুক্তি, অবকাঠামো ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন খাতের সহযোগিতা উন্নত করবে। জ্বালানি সম্পদ রূপান্তর, ডিজিটাল অর্থনীতি, এআই প্রযুক্তি, সবুজ খনিজ সম্পদসহ নবোদিত খাতের সহযোগিতা জোরদার করবে, যাতে স্বদেশের আধুনিকায়ন দ্রুত বাস্তবায়ন করা যায়।

আগামি বছর চীন ও লাতিন আমেরিকা ফোরাম প্রতিষ্ঠার দশম বার্ষিকী। ব্রাজিলসহ বিভিন্ন লাতিন আমেরিকার দেশের সাথে সহযোগিতার নতুন ধাপে উন্নীত করবে বলে আশা করে চীন।

প্রেসিডেন্ট লুলা বলেন, যদিও ব্রাজিল ও চীনের ভোগৌলিক অবস্থান দূরে, তবে দু’দেশের মূল্যবোধে অনেক মিল রয়েছে, অভিন্ন স্বার্থ ও সুগভীর ঐতিহ্যিক মৈত্রী রয়েছে। দু’পক্ষের সহযোগিতায় বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। চীন ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার, চীনা শিল্পপ্রতিষ্ঠান ব্রাজিলের অর্থনীতি ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। চীনের সাথে বিভিন্ন খাতের সহযোগিতা আরো সম্প্রসারণ করবে এবং জাতিসংঘ, জি-২০, ব্রিক্সসহ বিভিন্ন সংস্থায় চীনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা করবে, যৌথভাবে বৈশ্বিক প্রশাসন ও ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থাপনার গঠনে প্রচেষ্টা চালাবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn