‘গ্লোবাল ডেটা ক্রস-বর্ডার ফ্লো কো-অপারেশন ইনিশিয়েটিভ’ প্রকাশ করেছে চীন
নভেম্বর ২০: চীনের পররাষ্ট্র মন্ত্রণায়ের মুখপাত্র লিন চিয়ান আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, বিশ্বব্যাপী ক্রস-বর্ডার ডেটা প্রবাহ সহযোগিতার প্রচারে চীনের অবস্থান এবং প্রস্তাবনা স্পষ্ট করতে চীন ‘গ্লোবাল ক্রস-বর্ডার ডেটা ফ্লো কো-অপারেশন ইনিশিয়েটিভ’ প্রকাশ করেছে।
মুখপাত্র বলেন, গ্লোবাল ডেটা সিকিউরিটি ইনিশিয়েটিভের পরে এটি চীনের জারি করা আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা সাইবারস্পেসে একটি অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণ প্রচারে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ধারণার মূল চেতনা প্রতিফলিত করে। এই উদ্যোগের ভিত্তিতে চীন সব পক্ষের সঙ্গে আন্তঃসীমান্ত ডেটা প্রবাহের ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা বিকাশ এবং গভীর করতে ইচ্ছুক। এ উদ্যোগকে সমর্থন দিতে সব পক্ষকে স্বাগত জানায় চীন।